৩০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বিডিনিউজ২৪
Published : 2 June 2011, 06:29 PM
Updated : 2 June 2011, 06:29 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন।

কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সাধারণ ক্যাডারে ৪ হাজার ১৯ জন, সাধারণ ও করিগরি ক্যাডারে ৩ হাজার ৬৩১ জন এবং কারিগরি ক্যাডারে ১ হাজার ৪০০ জন উত্তীর্ণ হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২০ জুন থেকে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়ার পাশাপাশি প্রাথীদের ঠিকানায় ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠাবে পিএসসি।

মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার পর সরকারি চাকরিতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

৩০তম বিসিএসে তিনটি ক্যাডারের মধ্যে সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডারে ১ হাজার ৬৮৫টি এবং বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে।

গত বছরের ৩০ জুলাই ১ লাখ ৪৭ হাজার ৯৮৮ জন প্রার্থী ৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ ১৪ হাজার ৪৭০ জন অংশ নেয় লিখিত পরীক্ষায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬০০ ঘ.