থাই বিমানবন্দরে ৪৫১ কচ্ছপভর্তি স্যুটকেস আটক

বিডিনিউজ২৪
Published : 2 June 2011, 06:32 PM
Updated : 2 June 2011, 06:32 PM

ব্যাংকক, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)— থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে বাংলাদেশি এক যাত্রীর স্যুটকেস থেকে ৩৩ হাজার ডলার মূল্যের ৪৫১ টি কচ্ছপ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

বাক্সের মধ্যে ছোট ছোট ব্যাগে করে কচ্ছপগুলো পাচার করা হচ্ছিলো।

থাই কাস্টমস বিভাগের মহাপরিচালক প্রাসঙ পুন্টানিট বলেন, এগুলোকে খুব সম্ভবত ব্যাংককের চাতুজাক মার্কেটে নেওয়া হচ্ছিলো। এ মার্কেটে বন্যপ্রাণী বেচাকেনার প্রায় ১১শ'টি দোকান রয়েছে।

কচ্ছপগুলোর থাই বাজার মূল্য ১০ লাখ বাথ (৩৩ হাজার ডলার)।

চিহ্নিত এক পাচারকারী থাইল্যান্ডে আসছে এমন খবরের ভিত্তিতে কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার বিভিন্ন আকৃতির এসব কচ্ছপ পায়। একেকটির থাই বাজারমূল্য ২ হাজার বাথ।

একইসঙ্গে পাওয়া গেছে এক জাতের মিঠা পানির ৭টি কুমিরও। এগুলোর একেকটির থাই বাজার মূল্য ১০ হাজার বাথ।

কাস্টমস কর্মকর্তারা জানান, পাচারকারী একজন বাংলাদেশি। ব্যাংকক বিমানবন্দরে পৌঁছার পর সে ব্যাগ না নিয়েই পালিয়ে গেছে।

ব্যাংককে জ্যান্ত প্রাণী উদ্ধারের এটিই সর্বসাম্প্রতিক ঘটনা।

এর আগে গত বছর সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে একদিনে ১ হাজার ১৪০ টি কচ্ছপ উদ্ধার করা হয়। এর এক মাস পর উদ্ধার করা হয়েছিলো ২১৮ টি কচ্ছপ।

এরপর এটিই সবচেয়ে বেশি সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনা।

থাইল্যান্ডের সঙ্গে চারটি দেশের সীমান্ত থাকায় সেখানে অহরহ পাচারকারীদের বন্যপ্রাণী চোরাচালানের এ ধরনের ঘটনা ঘটে।

থাই কাস্টমস বিভাগের মহাপরিচালক প্রাসঙ পুন্টানিট জানান, ব্যাংককের চাতুজাক মার্কেটের উদ্দেশ্যেই কচ্ছপগুলো আনা হয়েছে বলেই মনে হচ্ছে। এ মার্কেটটিতে বন্যপ্রাণী বেচাকেনার প্রায় ১১শ'টি দোকান রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৮ ঘ.