‘বিশ্বের বৃহত্তম বনাঞ্চল ধ্বংসের হার ২৫ ভাগ কমেছে’

বিডিনিউজ২৪
Published : 2 June 2011, 07:08 PM
Updated : 2 June 2011, 07:08 PM

ব্রাজাভিল, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত দশকের তুলনায় এ দশকে বিশ্বের বৃহত্তম তিনটি বনাঞ্চল ধ্বংসের হার ২৫ ভাগ কমেছে।

তবে কোনো কোনো দেশে এ হার এখনো আশঙ্কাজনকভাবে বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা একথা জানায়।

'আমাজন ও কঙ্গো অববাহিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলের অবস্থা' শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অধিকৃত বনাঞ্চলগুলোর ৩৫ টি দেশের প্রতিনিধিরা বনাঞ্চলগুলোর ব্যবস্থাপনা ও রক্ষায় একটি বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে যে মুহূর্তে কঙ্গোয় একত্রিত হয়েছেন, ঠিক সেময়েই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

আমাজন ও কঙ্গো যথাক্রমে পৃথিবীর প্রথম ও দ্বিতীয় বৃহত্তম বন। এর পরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বর্নিয়ো মেকং।

গবেষণায় দেখা গেছে, এ তিনটি বনাঞ্চলে প্রতি বছর বনাঞ্চল ধ্বংসের হার বিশ্বের ক্রান্তীয় বনাঞ্চলগুলোর চেয়ে ৮০ ভাগ বেশি।

২০০০ থেকে ২০১০ সালের মধ্যে এ অঞ্চলগুলোতে ৫ দশমিক ৪ মিলিয়ন হেক্টর বন ধ্বংস করা হয়েছে। এ পরিমাণ আগের দশক থেকে সিকিভাগ কম। এর আগের দশকে ৭ দশমিক ১ মিলিয়ন হেক্টর বনাঞ্চল ধ্বংস করা হয়েছিল।

বিডিনিউজ চোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪২৬ ঘ.