‘উত্তর কোরিয়া বিশ্বের দ্বিতীয় সুখী দেশ’

বিডিনিউজ২৪
Published : 3 June 2011, 08:04 AM
Updated : 3 June 2011, 08:04 AM

পিয়ংইয়ং, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমেরিকার দৃষ্টিতে 'অসুখী' হলেও নিজেদের বিশ্বের অন্যতম সুখীরাষ্ট্র বলে দাবি করেছে উত্তর কোরিয়া।

সম্প্রতি উত্তর কোরিয়ার চোসান সেন্ট্রাল টেলিভিশনে স্থানীয় গবেষকদের তৈরি প্রতিবেদনে আন্তর্জাতিক বিভিন্ন মহলের দৃষ্টিতে 'নিঃসঙ্গ' এই দেশটিকে বিশ্বের সুখী দেশগুলোর তালিকার প্রথম দিকে রাখা হয়েছে ।

টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে সাংহাইস্ট সংবাদ সংস্থা জানায়, ১০০ পয়েন্ট নিয়ে সূচকের প্রথম অবস্থানে রয়েছে চীন। আর এরপরের অবস্থানেই রয়েছে উত্তর কোরিয়া।

তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে কিউবা, ইরান ও ভেনেজুয়েলা।

তালিকায় দক্ষিণ কোরিয়ার অবস্থান ১৫২ তম। আর সর্বশেষ ২০৩ তম স্থানটি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে।
কথিত আছে, বৈশ্বিক প্রেক্ষাপটে চীনই উত্তর কোরিয়ার একমাত্র ও শক্তিশালী মিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৪ ঘ.