লামপেদুসায় যাওয়ার পথে সমুদ্রে ট্রলারডুবিতে নিখোঁজ ২৭০

বিডিনিউজ২৪
Published : 3 June 2011, 08:05 AM
Updated : 3 June 2011, 08:05 AM

ঢাকা, ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির লামপেদুসা দ্বীপে যাওয়ার পথে লিবিয়ার শরণার্থীবোঝাই একটি ট্রলার ডুবে অন্ততপক্ষে ২৭০ জন নিখোঁজ হয়েছেন। খারাপ আবহাওয়া এবং ট্রলারের ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

তিউনিসিয়ার সরকারি টিএপি সংবাদ সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন এ খবর জানায়।

তিউনিসিয়ার উপকূলরক্ষী বাহিনী জানায়, বুধবার রাতে একটি মাছধরার ট্রলার থেকে উদ্ধারের আবেদন জানানো হলে তারা তাতে সাড়া দেয়। ট্রলারটি কারকেনাহ দ্বীপের কাছে বিকল হয়ে পড়ে। নৌযানটিতে প্রায় ৮শ' শরণার্থী ছিল বলে তারা জানায়।

টিএপি জানায়, অন্ততপক্ষে ২০০ থেকে ২৭০ জন যাত্রী সমুদ্রে ভেসে গেছে। এদের মধ্যে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সমুদ্রে প্রচ- বাতাস ও বড় বড় ঢেউয়ের কারণে আতঙ্কে হুড়োহুড়ি করে লাইফবোটে চড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

ইতালির লামপেদুসা দ্বীপটি আফ্রিকার সবচেয়ে কাছে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের জন্য লাখো শরণার্থীর গন্তব্য এই দ্বীপটি।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত লিবিয়া ও তিউনিসিয়ার প্রায় ৩০ হাজার শরণার্থী অত্যন্ত ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার মাধ্যমে লামপেদুসায় আশ্রয় নিয়েছে।

প্রায়ই উন্নতজীবনের খোঁজে এ ধরনের যাত্রায় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় শরণার্থীরা।

উত্তর আফ্রিকার উপকূল থেকে লামপেদুসা ও মাল্টা এ দুটি দ্বীপের যেতে এক ঘণ্টারও কম সময়ের পথ অতিক্রম করতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৮ ঘ.