ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আহম মুস্তফা কামালের মতে, কালো টাকা দুই রকম- বেআইনি আর অনৈতিক। কেবল ‘একটি পর্যায়’ পর্যন্তই কালো টাকা সাদা করার সুযোগ সমর্থনযোগ্য বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার সংসদ ভবনে স্থায়ী কমিটির সভা শেষে মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, আগামী অর্থবছরের বাজেটে বন্ডের পাশাপাশি পুঁজিবাজারেও কালো টাকা সাদা করার সুযোগ রাখার সুপারিশ করা হয়েছে।
কালো টাকার কারণে আদালত আরাফাত রহমান কোকোকে কারাদণ্ড দেওয়ার পরও সংসদীয় কমিটি কেন এ সুপারিশ করছে- এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, “কোকোর বিষয়ে আমি কোনো কথা বলব না। বিরোধী দলীয় নেত্রীও এর আগে কালো টাকা সাদা করেছেন।”
এ সময় কালো টাকার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গিরও ব্যাখ্যা দেন ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য।
“কালো টাকা দু’রকম হয়। একটা বেআইনি, আরেকটা অনৈতিক। একটা জায়গায় পৌঁছানোর যাওয়ার পর কোনোটাই সমর্থনযোগ্য না।”
অবৈধ উপায়ে অর্জিত ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচারের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ছয় বছরের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে আর্থিক জারিমানাও করা হয়েছে তাকে।
কোকোর অনুপস্থিতিতেই ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার এই রায় দেন।
২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাবে সরকারি ট্রেজারি বন্ডে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হলেও পুঁজিবাজারে এ সুযোগ রাখেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চলতি অর্থবছরেও এ সুযোগ ছিল না।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুহিত তার প্রথম বাজেটে (২০০৯-১০) পুঁজিবাজারসহ চারটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে প্রায় ৪২৩ কোটি ‘কালো’ টাকা পুঁজিবাজারে খাটানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএসজেড/জেকে/১৮৪৫
মানিক বলেছেনঃ
“কালো টাকা দু’রকম হয়। একটা বেআইনি, আরেকটা অনৈতিক। একটা জায়গায় পৌঁছানোর যাওয়ার পর কোনোটাই সমর্থনযোগ্য না।” এসব কালো টাকা কি মঙ্গল গ্রহে থাকে নাকি জোট,মহাজোটের পকেটে আছে ।খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর টাকা যদি উদ্দার করা যায় এসব কালো টাকা কেন উদ্দার করা যাবে না ………। সব ভন্ডামি দেশ প্রেমের ঠিকাদার
ahon বলেছেনঃ
কাল টাকা যাদের আসে তাদের লাভের জন্য সব
মাওলা বলেছেনঃ
কাল টাকা শেয়ার বাজারে না দেওয়াই সব চেয়ে ভাল কারন কাল টাকাদের উৎসায়িত করে একবার দেশের মানুষকে ফকির করেছে আবার সুযক করে দিলে নতুন করে আবার মানুষ ফকির হবে। আর যারা ফকির হয়েছে তারা মনে করছে একবার সুযোগ করে দিলে কনো মতে আমার টাকা নিয়ে বাড়ি চলে যাব কিন্তু হায় রে বোকা সে সুজক তুমি কোন দিন পাবে না। কারন লোভ বলে একটা জিনিস আছেনা………………..
টি.এ.সরকার ডাবলু বলেছেনঃ
গরুরা টাকার রং সাদা কালো -দেখে , কারণ গরু হলো কালার ব্লাইন্ড । টাকা টাকাই । যে দেশে ৯৮% ……,সেখানে এ সব বলা রাজনৈতিক ভণ্ডামী ছাড়া আর কি। শেয়ার বাজার থেকে চুরি /ফটকামী করে টাকা নিয়েছেন -এখন ফেরৎ দেন কাহিনী শেষ ।।
মাওলা বলেছেনঃ
কাল টাকা শেয়ার বাজারে না দেওয়াই সব চেয়ে ভাল কারন কাল টাকাদের উৎসায়িত করে একবার দেশের মানুষকে ফকির করেছে আবার সুযোক করে দিলে নতুন করে আবার মানুষ ফকির হবে। আর যারা ফকির হয়েছে তারা মনে করছে একবার সুযোগ করে দিলে কনো মতে আমার টাকা নিয়ে বাড়ি চলে যাব কিন্তু হায় রে বোকা সে সুজক তুমি কোন দিন পাবে না। কারন লোভ বলে একটা জিনিস আছেনা………………..
Saif বলেছেনঃ
এই লোকটা কি কাল টাকার আড়্ত্দার? কাল টাকা কয় রকম, কয় রঙ, বাঘের মাথার ছাপ নাকি মুজিবের গর্দানের ছাপ থাকে এত কিছু জানে কিভাবে?
মৃগয়া বলেছেনঃ
হাস্যকর!!!
সব মামলাই করলো ফখরুদ্দিন সরকার কোকোর মামলার বিচার এতো তাড়াতাড়ি হলো হাসিনার মামলা বাদ গেলো ক্যান। কোকো যদি দোষী হয় হাসিনাও দোষী। বিচারবিভাগ কন্ট্রোল করে হাসিনা ম্যাডাম আপনে বেশিদুর যেতে পারবেনা। জনগনই আপনাকে ছিড়েকুড়ে পাউরুটি বানায় খাবে।
হাসিনা ম্যডাম, গরম গরম লেকচার দিয়া বেড়ান.। দুর্নীতির উপর থিসিস কইরা ফালান। কত হাজার কোটি টাকা জয় এর একাউন্ট যাওয়ার কারনে শেয়ারমার্কেটের এত বড় দুর্নীতি আপনার কাছে দুর্নীতি মনে হয়না। কালো টাকার আড়তদার এই কামাল, আপনার বিশিষ্ট উপদেস্টা সালমান এফ রহমান, আপনার বানিজ্য মন্ত্রী এরা আপনাকে কি মধু দিয়েছে বলবেন কি? লাখো মানুষ আজ পথে বসেছে দয়া করে তাদের দিকে তাকান। টাকার মায়ায় অন্ধ হয়ে যাবেন না।
ALamgir বলেছেনঃ
ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে লোটাস কামালকে ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই কালো টাকা পুঁজিবাজারে আসবে উনাকে সূচক সম্পর্কিত পূর্বের মন্তব্য ভুল স্বীকার করে ৮.৫ থেকে ৯ পর্যন্ত উন্নিত করার ব্যাপারে সচেষ্ট হবেন জনগণের স্বার্থে এবং আগামী নির্বাচনের স্বার্থে ।
ইঃ আলমগীর
ফুলপুর