ভিকারুননিসা নূনের অধ্যক্ষ ‘অপসারণ’

বিডিনিউজ২৪
Published : 13 July 2011, 07:54 AM
Updated : 13 July 2011, 07:54 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অপসারণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের সিদ্ধান্তে নতুন অধ্যক্ষ চেয়ারে বসেছেন। তবে এ সিদ্ধান্ত পর্ষদের নয় বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত সভাপতি।

ছাত্রী নিপীড়নের অভিযোগে শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাতে হোসনে আরাও আসামি। তার অপসারণ চেয়ে আসছিলো শিক্ষার্থী ও অভিভাবকরা।

বুধবার সকালে বেইলি রোডের মূল ক্যাম্পাসে অধ্যক্ষের চেয়ারে বসেন জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া বেগম। শিক্ষকরা সাংবাদিকদের জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তেই এ পরিবর্তন হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে দেশের বাইরে। তাই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সদস্য ডা. দিলীপ রায়।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. দিলীপ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য বৈঠকে একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে তা পর্ষদের সিদ্ধান্ত নয়।"

এ জটিলতা নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়েরর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বলে দিলীপ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৩১০ ঘ.