দুর্নীতি দেখছেন খাদ্যমন্ত্রী

বিডিনিউজ২৪
Published : 28 July 2011, 06:59 AM
Updated : 28 July 2011, 06:59 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দুর্নীতির কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তার অভিযোগের তীর সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের দিকেও।

বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী বলেন, "দুর্নীতির কারণে সামাজিক নিরাপত্তা কার্যক্রম বিঘিœত হচ্ছে। সামাজিক নিরাপত্তায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে সকল সরকারি কর্মকর্তা, এমপি, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রনিধিরা।"

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ ভাতা, বয়স্ক ভাতাসহ নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

দুর্নীতি এড়াতে উপকারভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর বন্দোবস্ত হলেও তাতেও ফল আসছে না বলে জানালেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, "এর মধ্যেও দুর্নীতির ফাঁক তারা তৈরি করে নিয়েছে।"

দুর্নীতি নির্মূলে নজরদারি আরো বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

স¤প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রচুর অর্থ ব্যয় করেছেন দাবি করে এতে আরো কড়াকড়ি আরোপের জন্য নির্বাচন কমিশনের প্রতি পরামর্শ দিয়েছেন রাজ্জাক।

তিনি বলেন, "যারা নির্বাচনে এত টাকা খরচ করেছে, তারা বিভিন্ন প্রকল্প থেকে এ টাকা উসুল করতে চাইবে। ফলে দুর্নীতি বাড়বে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১২৫০ ঘ.