কুকুরকে হটিয়ে মানুষের বন্ধু এখন কম্পিউটার

বিডিনিউজ২৪
Published : 28 July 2011, 03:15 PM
Updated : 28 July 2011, 03:15 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভ্যতার উন্মেষকালে বন্ধু হিসেবে মানুষ প্রথম কুকুরকে বেছে নিলেও এখন এ প্রাণীটিকে হটিয়ে সে স্থান নিয়েছে কম্পিউটার।

সা¤প্রতিক এক গবেষণার ফলাফল বলছে, কুকুর নয়, বরং নিজের ব্যক্তিগত কম্পিউটারটিকেই (পিসি) বেশি বিশ্বস্ত বলে মত দিয়েছেন বেশিরভাগ মানুষ।

ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার যুক্তরাজ্যের রয়াল সোসাইটি ফর দি প্রোটেকশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস ও কম্পিউটারঅ্যাকটিভ সাময়িকীর জরিপের ফলাফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

জরিপে দুই হাজার প্রাপ্তবয়স্ক ব্রিটিশকে প্রযুক্তি তাদের গৃহস্থালিতে কী ধরনের পরিবর্তন এনেছে, সে সম্পর্কে প্রশ্ন করা হয়।

জরিপের ফলাফলে দেখা যায়, মাত্র ছয় শতাংশ ব্রিটিশ পিসি'র চেয়ে কুকুরের ওপরই বেশি ভরসা করেন। কিন্তু ৩৬ শতাংশ ব্রিটিশের মত এর উল্টো।

১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৭১ শতাংশ বলেছেন, তারা তাদের কুকুরের চেয়ে পিসির ওপরই বেশি ভরসা করেন।

জরিপে আরো দেখা যায়, পোষা কুকুরের নারী মালিকদের চেয়ে পুরুষ মালিকরা তাদের কম্পিউটারের ওপর ভরসা করেন প্রায় দ্বিগুণ হারে।

কম্পিউটারঅ্যাকটিভের সম্পাদক পল অ্যালেন বলেন, "এখন তো ল্যাপটপ, ট্যাবলেট পিসি আসায় তা নিয়ে হাঁটাও যায়।"

"এখন তো ব্রডব্যান্ড ইন্টারনেটে সারাবিশ্বের খবর পেয়ে যাওয়ায় পোষা কুকুরগুলো মালিকদের সকালের পত্রিকা এনে দেওয়ার আনন্দটুকুও পায় না", বলেন তিনি।

তবে কম্পিউটারের দৌরাত্ম্য পোষা কুকুরদের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে, ব্যাপারটা মোটেই তা নয়। বরং কুকুরদের দেখাশোনা, অসুস্থ হলে ভালো চিকিৎসার জন্য তথ্য প্রভৃতি নিয়ে কুকুরের শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতেও কম্পিউটার সক্ষম বলে মন্তব্য করেন অ্যালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৩২৩ ঘ.