সাহারার সঙ্গে বৈঠকে চিদাম্বরম

বিডিনিউজ২৪
Published : 30 July 2011, 05:45 AM
Updated : 30 July 2011, 05:45 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। সাহারা খাতুনের সঙ্গে পি চিদাম্বরমের এ বৈঠকে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন প্রতিবেশী দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চিদাম্বরম। এর মধ্যে বিএসএফ প্রধান রমন শ্রীবাস্তবও রয়েছেন। বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন ১৭ জন।

ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর সামনে রেখে ২৪ ঘণ্টার সফরে শুক্রবার রাতে ঢাকা পৌঁছান চিদাম্বরম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর বিকাল ৩টায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করার কথা রয়েছে।

গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে গৃহীত যৌথ ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মাত্রা পায়। শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৬-৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

তার ওই সফরকে সামনে রেখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা চলতি মাসের প্রথম সপ্তাহে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন। গত মাসে সফর করেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব নিরুপমা রাও।

এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক অটিজম সম্মেলনে যোগ দিতে ২৫ জুলাই বাংলাদেশ ঘুরে যান ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেন তার পূত্রবধূ সোনিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১১০০ ঘ.