অন্য দুই মামলায়ও কাদেরের জামিন

বিডিনিউজ২৪
Published : 3 August 2011, 06:07 AM
Updated : 3 August 2011, 06:07 AM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের মামলার পর ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পুলিশের করা অন্য দুটি মামলায়ও জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক দুই মামলায় তাকে জামিন দেন।

গাড়ি ছিনতাইয়ের মামলায় গত সোমবার ঢাকা মহানগর হাকিম আদালত থেকে জামিন পেয়েছিলেন কাদের।

ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের øাতকোত্তর বর্ষের ছাত্র কাদেরকে গত ১৫ জুলাই খিলগাঁও বিশ্বরোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, তার এ গ্রেপ্তার হয়রানিমূলক। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালন করছে তারা।

গত ১৫ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি গাড়ি ছিনতাই মামলায় ২১ জুলাই কাদেরকে গ্রেপ্তার দেখায় পুলিশ। অথচ মামলার এজাহারে কাদেরের নাম ছিলো না।

পুলিশের বক্তব্য অনুযায়ী, গত ১৬ জুলাই ওই গাড়ি নিয়ে খিলগাঁওয়ে ছিনতাই করার সময় পুলিশ ও জনতা গাড়িসহ কাদেরকে আটক করে।

থানায় কাদেরের ওপর পুলিশি নির্যাতনেরও অভিযোগ তুলেছেন তার মা মনোয়ারা বেগম।

এই নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে।

আইন মন্ত্রণালয় ও পুলিশ বিভাগকে দুটি তদন্ত কমিটি করার নির্দেশ দেওয়া হয় এবং আদালতের আদেশে খিলগাঁও থানার ওসি হেলালউদ্দিন, এসআই আলম বাদশাহ ও এএসআই শহীদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

কাদের বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১৪৩ ঘ.