সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মুলতবি

বিডিনিউজ২৪
Published : 10 August 2011, 06:57 AM
Updated : 10 August 2011, 06:57 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মুলতবি হয়েছে।

বুধবার সকালে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ শুনানি শুরু হয়।

সাঈদীর আইনজীবীদের সময়ের আবেদনে শুনানি ১৮ অগাস্ট পর্যন্ত মুলতবি করে ট্রাইবুনাল।

সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, তিনি সাঈদীর সঙ্গে কথা বলতে পারেননি। এছাড়া ট্রাইবুনালের দেওয়া কাগজপত্রও অস্পষ্ট। ফলে অভিযোগ গঠনের প্রস্তুতি নিতে তাদের আরো সময় প্রয়োজন।

ট্রাইবুনালের তদন্ত সংস্থার তদন্তে উঠে আসা অভিযোগ আমলে নিয়ে সাঈদীর উপস্থিতিতে গত ১৪ জুলাই অভিযোগ গঠনের এ দিন ধার্য হয়েছিলো।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দানের একটি মামলায় কারা অন্তরীণ অবস্থায় গত বছরের ১ আগস্ট যুদ্ধাপরাধ ট্রাইবুনাল সাঈদীকে আটক রাখার আদেশ দেয়।

সাঈদীর বিরুদ্ধে একাত্তরে হত্যা-ধর্ষণ-লুণ্ঠনসহ গণহত্যার অভিযোগের প্রমাণ সম্বলিত ৪ হাজার ৭৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা।

ওই প্রতিবেদন থেকে প্রায় ৪০০ পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করে তা 'অভিযোগ গঠনের আবেদন' আকারে ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন টিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১১০ ঘ.