গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি শাহজাহান

বিডিনিউজ২৪
Published : 16 August 2011, 02:29 PM
Updated : 16 August 2011, 02:29 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যাংকটির উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান।

ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার মোজাম্মেল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিচালনা পর্ষদের সভায় জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে (শাহজাহান) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক করার সিদ্ধান্ত হয়। এর আগে তাকে পদোন্নতি দিয়ে উপ ব্যবস্থাপনা পরিচালক করা হয়।"

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ায় মো. শাহজাহানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শাহজাহান মঙ্গলবারই নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস গত ১২ মে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে 'ইস্তফা' দিয়ে নরুজাহান বেগমকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দিয়ে যান।

অবশ্য এর আগেই ইউনূসকে ওই পদ থেকে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর বিরুদ্ধে আদালতে গেলেও আইনি লড়াইয়ে হেরে যান নোবেল বিজয়ী ইউনূস।

তার ইস্তফার পর গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য একটি সার্চ কমিটি করা হবে।

এ বিষয়ে মোজাম্মেল হক বলেন, "আমরা আগে ব্যাংককে স্থিতিশীল করতে চাচ্ছি। সিলেকশন কমিটি করে পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০২১ ঘ.