হুজির আমির ইয়াহিয়া গ্রেপ্তার

বিডিনিউজ২৪
Published : 18 August 2011, 04:13 AM
Updated : 18 August 2011, 04:13 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদে (হুজি) বর্তমান আমির মাওলানা মো. ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি ২১ অগাস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলার মামলার পলাতক আসামি।

শনিবার ভোরে তাকে কিশোরগঞ্জের ভৈরবের কাছে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাওলানা ইয়াহিয়া ২১ অগাস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলা এবং কোটালীপাড়ায় বোমা হামলার পরিকল্পনার মামলার আসামি। তবে তিনি পালিয়ে ছিলেন।

এ সব মামলার আসামি হুজির সাবেক আমির মুফতি আব্দুল হান্নান গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

ইয়াহিয়ার সঙ্গে তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১০০০ ঘ.

_________________
সংবাদটি পাঠকের মন্তব্যের জন্য ব্লগে শেয়ার করা হলো। বিডিনিউজটুয়েন্টিফরডটকম ব্লগ একটি সিটিজেন জার্নালিজম ভিত্তিক ব্লগ। নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের গোপন তৎপরতা সম্বন্ধে আপনার কাছে যদি কোনো তথ্য থাকে অথবা এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া লিখতে পারেন আমাদের ব্লগে। ছবি এবং ভিডিও প্রকাশ করতে পারেন। পরামর্শ/অভিযোগ জানান আমাদের ফেসবুক গ্রুপে