সংসদে যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি

বিডিনিউজ২৪
Published : 18 August 2011, 09:06 AM
Updated : 18 August 2011, 09:06 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল মহাসড়ক নিয়ে বাইরে দাবি ওঠার পর এবার সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই যোগাযোগমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের দশম অধিবেশনের শুরুতে পয়েন্ট অফ অর্ডারে বেহাল মহাসড়ক নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বক্তব্য রাখেন তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফজলুল আজিম, মুজিবুর রহমান চুন্নু ও তারান হালিম।

যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে পদ ছেড়ে দেওয়া আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। অর্থের জন্য যদি মহাসড়কের এ দুরবস্থা হয়, তবে সে জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বরখাস্ত করার আহ্বান জানান ইনু।

সংসদ সদস্যদের বাক্যবাণের জবাবেও যোগাযোগমন্ত্রী বলেন, মহাসড়কগুলোর বর্তমান অবস্থার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত টাকা না পাওয়াই দায়ী।

তখন অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী যোগাযোগমন্ত্রীকে থামিয়ে দিয়ে বলেন, "আপনি এই সমস্যাকে মন্ত্রণালয়ের দ্বন্দ্ব হিসাবে উপস্থাপন করছেন। দুই মন্ত্রণালয়ের দ্বন্দ্ব থাকলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন। কেবিনেটে নিয়ে যাবেন। আমরা আপনার কাছে আশার বাণী শুনতে চাই।"

তখন আবুল হোসেন বলেন, "আমি প্রাণপণ চেষ্টা করে খারাপ রাস্তা মেরামতের চেষ্টা করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৪৫ ঘ.