লন্ডনে বাঙালি মডেলের জেল

বিডিনিউজ২৪
Published : 1 Sept 2011, 01:07 PM
Updated : 1 Sept 2011, 01:07 PM

লন্ডন, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনের সাম্প্রতিক দাঙ্গায় প্রায় সাড়ে ৯ হাজার পাউন্ডের মোবাইল ফোন লুট করার অভিযোগে বাঙালি মডেল মহিমা খানমের ১৬ মাস কারাদণ্ড হয়েছে।

গত ২৫ অগাস্ট ইনার লন্ডন ক্রাউন কোর্টে তাকে এ সাজা দেওয়া হয়। সেখান থেকেই জেলে পাঠানো হয় তাকে।

রায় শুনে আদালতে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছর বয়সী মহিমা। ১৩ দিন পুলিশ হেফাজতে রাখার পরে তাকে আদালতে হাজির করা হয়।

গত ৮ অগাস্ট উত্তর লন্ডনের উলউইচ কার ফোন হাউজ নামের একটি দোকান থেকে ৯ হাজার ৪শ' পাউন্ড (১১ লাখ ২৮ হাজার ৬৫৬ টাকা) মূল্যমানের মোবাইল ফোন লুট করার কথা আদালতে স্বীকার করেন মহিমা।

চার্লটনের বাসিন্দা মহিমা খানম পারফর্মিং আর্টস বিষয়ে পড়াশোনা করছেন। তিনি একাধারে একজন সঙ্গীতশিল্পীও। এছাড়া অটিস্টিক শিশুদের নিয়েও কাজ করছেন তিনি।

সাজা ঘোষণা করার পর বিচারক রজার চ্যাপেল বলেন, "তোমার ভালো দিক থাকা সত্ত্বেও নগ্ন লোভের বিষয়টি সত্যি শ্বাসরুদ্ধকর।"

পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের একজন নিহত হওয়ার প্রতিবাদে গত ৭ অগাস্ট উত্তর লন্ডনের টোটেনহ্যামে দাঙ্গা শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে লন্ডনের বিভিন্ন এলাকা ও ব্রিটেনের বড় কয়েকটি নগরীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২২৮ ঘ.