আর্জেন্টিনা আসছে ৩ সেপ্টেম্বরের পর

বিডিনিউজ২৪
Published : 1 Sept 2011, 02:18 PM
Updated : 1 Sept 2011, 02:18 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ার সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে আগামী ৩ সেপ্টেম্বর ঢাকা আসছে না লিওনেল মেসির আর্জেন্টিনা।

ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, "আর্জেন্টিনা দল ৪ অথবা ৫ সেপ্টেম্বর ঢাকা আসবে।"

এর আগে হেলাল জানিয়েছিলেন, আর্জেন্টিনা দল ৩ সেপ্টেম্বর ঢাকা আসবে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়ার খেলা হওয়ার কথা।

ভেনেজুয়েলার সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল বর্তমানে কলকাতায় রয়েছে। সেখান থেকে তাদের ঢাকায় আসার কথা।

'অনুশীলনের টিকেটের মুল্য ফেরত'

আর্জেন্টিনা দল ঢাকায় অনুশীলন করবে না বলেও জানিয়েছেন ম্যাচ আয়োজক কমিটির প্রধান।

তিনি বলেন, "যানজটের কারণে ফতুল্লা খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে যেতে অসুবিধা হবে বলে তারা অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছে।"

এরই মধ্যে অনুশীলনের টিকেট বিক্রি শুরু হয়ে গেছে। এ প্রসঙ্গে হেলাল বলেন, "বিক্রিত টিকেটের টাকা ফেরত দেওয়া হবে। কবে ও কোথা থেকে ফেরত দেওয়া হবে, তা পরে জানানো হবে।"

নাইজেরিয়া দলের ৪ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/পিডি/১৭২০ ঘ.