সাইফুল্লাহ মাহমুদ দুলাল: নবম শ্রেণি

সাইফুল্লাহ মাহমুদ দুলালসাইফুল্লাহ মাহমুদ দুলাল
Published : 2 Sept 2011, 06:39 PM
Updated : 8 Jan 2022, 07:37 AM


চিত্রকর্ম: জর্জিও দে চিরিকো
শূন্য এবং মহাশূন্যের মধ্যে দূরত্ব গণিত দিয়ে নির্ণয় করা যায় না।
শূন্য একা। এককভাবে অস্তিত্বহীন সংখ্যা এবং অঙ্ক।
শূন্য ধনাত্নকও না, ঋণাত্নকও না; নিরপেক্ষ!
পৃথিবীর প্রথম এবং একমাত্র অঋণাত্বক ক্লিব!
*
তুমিও একটি শূন্য; কিন্তু নিরপেক্ষ নও। মৌলিক বা যৌগিকও না।
তুমিও দশমিকের ডাইনে এবং বামে সমান্তরাল।
সমান্তরাল ভাবে গুরুত্বহীন এবং গুরুত্বপূর্ণ…
তুমি বিবাহিত হলে বদলে যাও, সংখ্যার বন্ধনে বন্দি হয়ে তুমি পরী হয়ে উঠো!
তুমিও একক; কিন্তু জোড়া। যেহেতু, অদৃশ্য হয়ে তোমার সাথেই থাকি।
তুমিও একই সাথে শূন্যতা এবং পূর্ণতা ধারণ করো।
*
তোমার বিয়োগ বা পুরণ অথবা যোগফল, ভাগফল
আতাফলের মতো নয়;
তুমি আরেকটি শূন্য।
*
নবম শ্রেনিতে তোমাকে জেনেছি- নয়ের পরে আর কেউ কাছে থাকে না!