‘প্রথম আলো মার্কিনপন্থী’

বিডিনিউজ২৪
Published : 4 Sept 2011, 07:59 PM
Updated : 4 Sept 2011, 07:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর মধ্যে প্রথম আলো সাধারণত নিরপেক্ষ এবং মার্কিনপন্থী বলে ওয়াশিংটনকে জানিয়েছিলেন ঢাকায় এক মার্কিন কূটনীতিক- বলেছে উইকিলিকস।

প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর ঢাকার পত্রিকাগুলোতে কিভাবে ওই ঘটনাকে তুলে ধরা হয় তা ঢাকায় মার্কিন দূতাবাস থেকে ওই বছরের ১৪ অক্টোবর ওয়াশিংটনে তারবার্তায় পাঠানো হয়।

বার্তায় মার্কিনপন্থী পত্রিকার তালিকায় প্রথম আলোর পাশাপাশি ইত্তেফাক ও ইন্ডিপেনডেন্টের নাম এসেছে। আর মার্কিনবিরোধী হিসেবে নিউ এজ'র কথা বলা হয়েছে।

মার্কিন কূটনীতিকের চোখে সমকাল ও জনকণ্ঠ আওয়ামী লীগ সমর্থক ও পশ্চিমাপন্থী এবং ইনকিলাব পশ্চিমাবিরোধী পত্রিকা হিসেবে বিবেচিত হয়েছে।

এছাড়া আমার দেশ ও নিউ নেশন বিএনপি সমর্থক এবং নয়া দিগন্ত জামাত-বিএনপি সমর্থক পত্রিকা বলে ওই বার্তায় বলা হয়েছে। যায় যায় দিনকে বলা হয়েছে সরকার সমর্থক পত্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০১৯ ঘ.