অধিনায়কত্ব হারালেন সাকিব

বিডিনিউজ২৪
Published : 5 Sept 2011, 12:19 PM
Updated : 5 Sept 2011, 12:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) – জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। মূলত জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার মাসুল দিতে হলো তাদের।

ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, "জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার জন্য দলের ম্যানেজার ও নির্বাচকদের প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।"

সাকিব ও তামিমকে এই দায়িত্ব দেয়া হয় ৩১ ডিসেম্বর। তাদের দায়িত্ব পালন করার কথা এক বছর। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সরে দাঁড়াতে হলো তাকে।

তবে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

এছাড়া যেসব খেলোয়াড় জিম্বাবুয়ে সফরে শৃঙ্খলা মেনে চলেননি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জালাল ইউনুস জানান।

জালাল ইউনুস আরো জানান, ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসবে ৩ অক্টোবর। তবে সফর সূচি এখনো নির্ধারিত হয়নি।

এই সফরকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/এএল/টিআর/১৭০০ ঘ.