দুর্ঘটনার ৯ দিন পর মানিকগঞ্জের ওসির মৃত্যু

বিডিনিউজ২৪
Published : 9 Sept 2011, 01:32 PM
Updated : 9 Sept 2011, 01:32 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনা আহত হয়ে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ঢাকার একটি হাসাপাতালে মারা গেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের মিয়া।

গত ৩০ অগাস্ট ভোরে মানিকগঞ্জ শহরের খালপাড় সেতুর কাছে একটি অটোবাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুর্ঘটনায় আবু তাহের মাথায় আঘাত পান। তাকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালেই আবু তাহের মিয়ার মৃত্যু হয় বলে রফিকুল ইসলাম জানান।

১৯৯১ সালের ১ অগাস্ট উপপরিদর্শক হিসেবে পুলিশ বিভাগে যোগ দিয়েছিলেন আবু তাহের। তার বাড়ি টাঙ্গাইলের সখিপুরে। বাবার নাম আব্দুল হামিদ মিয়া। তিনি স্ত্রী এবং দুই ছেলেমেয়ে রেখে গেছেন।

৩০ অগাস্ট ওই দুর্ঘটনার পরপরই অটোবাইকের চালক আক্তার হোসেনকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। তিনি জিজ্ঞাসাবাদে জানান, অটোবাইকের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় তিনি হেডলাইট জ্বালাতে পারছিলেন না। অন্ধকারে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৩১ ঘ.