দীপু মনির সমালোচনায় ওবায়দুল কাদের

বিডিনিউজ২৪
Published : 14 Sept 2011, 06:29 PM
Updated : 14 Sept 2011, 06:29 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা চুক্তি নিয়ে দৃশ্যত পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ একজন নেতা।

চুক্তি না হওয়া নিয়ে সৃষ্ট সংশয়ের জন্য ভারতকেও দায়ী করেছেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় নাম উল্লেখ না করে পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন।

চুক্তি প্রসঙ্গ ধরে ওবায়দুল বলেন, "ভারতের সচিবের ঘোষণার পরও বাংলাদেশ তিস্তা চুক্তি নিয়ে কীভাবে এত আশাবাদী হলো সেটাই প্রশ্ন?

"আসলে কূটনীতিতে কথা কম বলে কাজ বেশি করতে হয়। দায়িত্বশীল ব্যক্তিদের সেদিকে লক্ষ্য রাখা উচিত।"

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্মত না হওয়ায় তিস্তার পানি বণ্টন চুক্তি হচ্ছে না- ভারতের গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগের দিন (গত ৫ সেপ্টেম্বর)।

সেদিন দুপুরে ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই দিল্লীতে সাংবাদিকদের বলেন, তিস্তার পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের আপত্তি উপেক্ষা করে এগোবে না নয়া দিল্লি।

এ প্রেক্ষিতে সৃষ্ট সংশয় 'দূর' করে সেদিন রাতেই পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, "আগামীকাল তিস্তা চুক্তি হচ্ছে।"

এর পরদিন (গত ৬ সেপ্টেম্বর) মনমোহন সিং দুদিনের সফরে ঢাকা এলেও বহুল আলোচিত তিস্তা চুক্তি স্বাক্ষর হয়নি।

তিস্তা চুক্তি না হওয়ার 'ব্যাপারে আগেই ভারতের বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো উচিত ছিল' উল্লেখ করে ওবায়দুল বলেছেন, "ভারতের তুলনায় বাংলাদেশ ছোট দেশ হলেও আমাদের সার্বভৌমত্ব আছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/জিএনএ/২৩৩৩ ঘ.