সমস্যা দুর্নীতি, দায় আগের সরকারের: অর্থমন্ত্রী

বিডিনিউজ২৪
Published : 14 Sept 2011, 08:53 PM
Updated : 14 Sept 2011, 08:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় দুর্নীতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখলেও এজন্য আগের সরকারগুলোই দায়ী বলে মনে করেন অর্থমন্ত্রী।

একইসঙ্গে ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে বলেও মত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের।

রাজধানীতে এক অনুষ্ঠানে বুধবার তিনি বলেন, "বাংলাদেশে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্রয় দুর্নীতি এবং দুর্বল ব্যবস্থাপনা।"

সরকারি বিনিয়োগের গুণগত মান ভালো করা গেলে বেসরকারি বিনিয়োগ সহজ হয় বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতির জন্য আগের সরকারগুলোর ওপরই বেশি দায় চাপান মুহিত।

তিনি বলেন, "বিশ্বব্যাংকের যতগুলো অভিযোগ আমার কাছে এসেছে তার প্রায় সবগুলোই তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপি আমলের। সেগুলোর কারণে আমরা খুব বেশি সাফার করছি।"

'ইমপ্র"ভিং দি ইফেকটিভনেস অব পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট' শিরোনামের এক আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সম্মেলনে জাপান, ভারত, কোরিয়া, ভিয়েতনাম, তুরস্কসহ পৃথিবীর বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিরা অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/২৩৪৮ ঘ.