সড়ক ও জনপথের ২০ প্রকৌশলী ওএসডি

বিডিনিউজ২৪
Published : 15 Sept 2011, 04:14 PM
Updated : 15 Sept 2011, 04:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল সড়ক নিয়ে সমালোচনার মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের ২০ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সড়ক বিভাগ।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তিনজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, আটজন নির্বাহী প্রকৌশলী, তিনজন সহকারী প্রকৌশলী এবং ছয়জন উপ-সহকারী প্রকৌশলীকে ওএসডি করা সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করেছে সড়ক বিভাগ।

সড়ক বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন (সজস-২ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধিদপ্তরের ছয়জন প্রকৌশলী ও এক কর্মচারীকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারপূর্বক ঢাকা জোনের বাইরে বদলি করার নির্দেশ দেওয়া হয়।

এরা হলেন- উপ-সহকারী প্রকৌশলী নুরুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী, উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হক, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মতিন এবং উচ্চমান সহকারী মাজহারুল ইসলাম।

উপ-সচিব সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সোহবার উদ্দিন মিয়া, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুূল আজিম জোয়ার্দ্দার এবং জয়দেবপুর-ময়সনসিংহ সড়ক নির্মাণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) বদরুল আলমকে ওএসডি করা হয়।

একই উপ-সচিব স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে আটজন নির্বাহী প্রকৌশলীকে ওএসডি করা হয়। এরা হলেন- মঞ্জুর আহমেদ ভূইয়া, খন্দকার গোলাম মোস্তফা, পিয়ার মোহাম্মদ, জর্জেজ হোসেন, সানাউল হক, এ কে এম আজাদ রহমান, আবু সালেহ মো. নুরুজ্জামান, শফিউল আজম ভূইয়া।

একই প্রজ্ঞাপনে তিন সহকারী প্রকৌশলীকে ওএসডি করা হয়। এরা হলেন- মোস্তাক আহমেদ চৌধুরী, নূর আলম ও আবুল বাশার।

বেহাল সড়ক নিয়ে গত অগাস্টে প্রবল সমালোচনার মুখে পড়ে যোগাযোগ মন্ত্রণালয়। এমনকি ক্ষমতাসীন মহাজোটের এক সাংসদ যোগাযোগমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৩৩ ঘ.