ডিভির সুযোগ হারালো বাংলাদেশিরা

বিডিনিউজ২৪
Published : 16 Sept 2011, 10:17 AM
Updated : 16 Sept 2011, 10:17 AM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে অভিবাসী হতে ২০১৩ সালের ডিভি লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না বাংলাদেশিরা।

আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ লটারিতে বাংলাদেশ ছাড়া আরো ১৮টি দেশের নাগরিকরা অংশ নিতে পারবে না বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়।

২০১৩ সালের ডিভি ভিসার জন্য আবেদন করার নিয়ামাবলীতে বলা হয়েছে, ডিভি ভিসার মাধ্যমে বিগত পাঁচ বছরে যেসব দেশের ৫০ হাজার নাগরিক যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন, সে সব দেশের নাগরিকরা লটারিতে অংশ নিতে পারবেন না।

এ নিয়মের অধীনে ২০১৩ সালের ডিভি ভিসার জন্য অযোগ্য বিবেচিত হচ্ছে বাংলাদেশিরা।

ডাইভার্সিটি ভিসা (ডিভি) প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসী কম সে সব দেশ থেকে প্রতি বছর ৫০ হাজার জনকে স্থায়ী অধিবাসী ভিসা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৫১০ ঘ.