যুদ্ধাপরাধের বিচার নিয়েই বিএনপি ভাঙতে পারে: টুকু

বিডিনিউজ২৪
Published : 16 Sept 2011, 08:53 PM
Updated : 16 Sept 2011, 08:53 PM

পাবনা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার নিয়েই বিএনপি ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। শুক্রবার পাবনায় এক সমাবেশে তিনি বলেন, বিএনপি ভাঙার জন্য আওয়ামী লীগের দরকার নেই। এজন্য বিএনপির নেতৃবৃন্দই যথেষ্ট। যুদ্ধাপরাধ ইস্যুতে বিএনপি ভেঙে যেতে পারে।

"বিএনপি ভাঙতে আওয়ামী লীগের কোনো এজেন্ডা নেই। তবে খুব শিগগির মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিএনপি নেতাকর্মীরা এক প্ল্যাটফরমে আসবেন," বলেন তিনি।

বেড়া উপজেলার ধলাই বিলে মৎস্য অবমুক্ত করার পর এক সমাবেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স¤প্রতি অভিযোগ করেন, আওয়ামী লীগ বিএনপি ভাঙার চেষ্টা করছে।

শামসুল হক টুকু বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান বলেই দেশে অহেতুক হরতাল ধর্মঘটসহ নানা কর্মসূচি দিচ্ছেন।

হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বেড়া পৌরসভা মেয়র আব্দুল বাতেন, আওয়ামী লীগ নেতা আল মাহমুদ সরকার, আ ক ম ফজলুর রহমান মাসুদ, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল¬াহ, প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী বেড়া পৌরসভার নবনির্মিত ভবণ নির্মাণ কাজ দেখেন এবং হাজীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৩ ঘ.