সৌদি নারীরা ভোট দিতে পারবেন

বিডিনিউজ২৪
Published : 25 Sept 2011, 12:44 PM
Updated : 25 Sept 2011, 12:44 PM

জেদ্দাহ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বছর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন সৌদি আরবের নারীরা।

ভোট দেওয়ার পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতারও সুযোগ পাবেন তারা।

সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল-আজিজ আল সাউদ রোববার এ ঘোষণা দিয়েছেন।

নারীরা উপদেষ্টা পরিষদ 'শূরা কাউন্সিল' এ পূর্ণ সদস্য হিসাবে যোগ দেওয়া এবং নিয়োগ পাওয়ারও অধিকার পাবে বলে জানান বাদশাহ।

তিনি বলেন, আগামী বছর থেকে এ নিয়ম চালু হবে বলে ।

শূরা কাউন্সিলে দেওয়া বক্তব্যে আব্দুল্লাহ বলেন, "শরিয়াহ মোতাবেক আমরা নারীদেরকে সমাজে অবাঞ্ছিত করে রাখি। একারণে শীর্ষ উলেমা ও অন্যান্যদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী মেয়াদের শুরু থেকে শূরা কাউন্সিলে নারীদের অন্তর্ভূক্ত করা হবে।"

তিনি আরো বলেন, "নারীরা মিউনিসিপাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং ভোট দিতে পারবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/ পিডি/১৮২৮ ঘ.