পার্লারের সেবা কক্ষে ক্যামেরা নয়: হাইকোর্ট

বিডিনিউজ২৪
Published : 10 Oct 2011, 12:09 PM
Updated : 10 Oct 2011, 12:09 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব বিউটি পার্লারের সেবা কক্ষ থেকে সিসি ক্যামেরা অপসারণের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

পারসোনার সিসি ক্যামেরা 'কেলেঙ্কারি'র পর একটি রিট আবেদনে সোমবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি হাসান আরিফের বেঞ্চ সরকারের প্রতি এ নির্দেশ দেয়।

বিউটি পার্লারে সিসি ক্যামেরা স্থাপনের একটি নীতিমালা কেন তৈরি করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে।

তথ্য, স্বরাষ্ট্র ও শ্রম সচিবকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে।

বাংলাদেশ হিউমেন রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান রিট সকালের আবেদনটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৩০ ঘ.