আমিনীকে গ্রেপ্তারে পরোয়ানা

বিডিনিউজ২৪
Published : 13 Oct 2011, 10:18 AM
Updated : 13 Oct 2011, 10:18 AM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহের একটি মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

লালবাগ থানার ওসি আজিজুল হকের করা এ মামলায় বৃহস্পতিবার পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার মহানগর হাকিম শামীমা পারভীন।

ওই মামলায় তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিমুজ্জামান বৃহস্পতিবারই আমিনীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

সংবিধান নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে আমিনীর বিরুদ্ধে এ মামলাটি হয়েছে।

বিএনপির মিত্র দলের নেতা আমিনী গত ১৪ জুলাই লালবাগে এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর বিরোধীদলীয় নেতা সংশোধিত সংবিধান ছুড়ে ফেলা হবে বলে বক্তব্য দেন। এরপরই ওই কথা বলেন আমিনী।

তবে আমিনী বলে আসছেন, তিনি ওই বক্তব্য দিয়েছেন 'রূপক' অর্থে।

এ বক্তব্যকে কেন্দ্র করে আমিনীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদনও হয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬১৬ ঘ.