ইসরায়েল-ফিলিস্তিন বন্দি বিনিময় শুরু

বিডিনিউজ২৪
Published : 18 Oct 2011, 04:06 AM
Updated : 18 Oct 2011, 04:06 AM

জেরুজালেম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাঁচ বছর আগে হামাসের হাতে বন্দি ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দির দীর্ঘ প্রতিক্ষিত মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দির প্রথম দলটিকে কারাগার থেকে বাসে কারে গাজা সীমান্তে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেখানেই তাদের মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ২৫ বছর বয়সী গিলাদ শালিতকে ফেরত পাবে ইসরায়েল কর্তৃপক্ষ।

প্রথম দফার বন্দি বিনিময় শেষ হতে কয়েক ঘণ্টা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই মাসের মধ্যে দ্বিতীয় দফায় আরো ৫৫০জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের। আর এই বন্দি বিনিময় প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে মিশর।

২০০৬ সালে গাজায় হামাস সদস্যদের হাতে বন্দি হন গিলাদ শালিত। ২০০৯ সালে তার একটি ভিডিও প্রকাশ করে হামাস।

হামাসের 'হামলায়' নিহত ইসরায়েলিদের স্বজনরা এর আগে এই বন্দি বিনিময় উদ্যোগের বিরুদ্ধে আদালতে গেলেও তা নাকচ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯৪৯ ঘ.

_________________
সংবাদটি পাঠকের মন্তব্যের জন্য ব্লগে শেয়ার করা হলো। বিডিনিউজ টুয়েন্টিফর ডটকম ব্লগ একটি সিটিজেন জার্নালিজম ভিত্তিক ব্লগ। এ সংবাদটি সম্পর্কে আপনার কোনো প্রতিক্রিয়া থাকলে লিখতে পারেন স্বতন্ত্র পোস্টে। পডকাস্ট করতে পারেন অডিও, ভিডিও মাধ্যমে। কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে যোগাযোগ করুন ফেসবুক গ্রুপে