টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

বিডিনিউজ২৪
Published : 19 Oct 2011, 03:42 AM
Updated : 19 Oct 2011, 03:42 AM

টাঙ্গাইল, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের সল্লায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়ানো জনতার ওপর উঠে গেলে ছয়জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

বুধবার ভোরে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ট্রাক ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে মহাসড়কের সল্লা এলাকায় পৌঁছে বিকল হয়ে যায়। চালক ও তার সহকারী ট্রাক থেকে নেমে মেরামতের চেষ্টা শুরু করলে স্থানীয় উৎসুক জনতা তা দেখতে সেখানে জড়ো হয়।

ওই সময় শ্যামলী পরিবহনের দিনাজপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই দর্শনার্থীদের ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো একজন।

ওসি জানান, নিহতদের সবার বাড়ি সল্লার চড়পাড়ায় গ্রামে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হন। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৩৭ ঘ.

_________________
সংবাদটি পাঠকের মন্তব্যের জন্য ব্লগে শেয়ার করা হলো। বিডিনিউজ টুয়েন্টিফর ডটকম ব্লগ একটি সিটিজেন জার্নালিজম ভিত্তিক ব্লগ। এ সংবাদটি সম্পর্কে আপনার কোনো প্রতিক্রিয়া থাকলে লিখতে পারেন স্বতন্ত্র পোস্টে। পডকাস্ট করতে পারেন অডিও, ভিডিও মাধ্যমে। কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে যোগাযোগ করুন ফেসবুক গ্রুপে