সকাল থেকে সেনা না থাকায় আইভীর ক্ষোভ

বিডিনিউজ২৪
Published : 28 Oct 2011, 07:49 AM
Updated : 28 Oct 2011, 07:49 AM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের ঘোষণার পরও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় শুক্রবার সকাল থেকে সেনা মোতায়েন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র পদের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার নগরখানপুরে নির্বাচনী প্রচারের সময় তিনি বলেন, "নির্বাচন কমিশন কথা দিয়েছিল নির্বাচন সুষ্ঠু করার জন্য শুক্রবার সকাল থেকে সেনা থাকবে। কিন্তু তারা কথা রাখেনি।"

"পরিস্থিতি এখন অন্যখাতে প্রভাবিত হলে ইসিকেই তার দায় নিতে হবে", যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।

নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সহ সভাপতি আইভী এ নির্বাচনে দলের সমর্থন পাননি। ক্ষমতাসীন আওয়ামী লীগ এ নির্বাচনে সমর্থন দিচ্ছে সাবেক সাংদ শামীম ওসমানকে।

নারায়ণগঞ্জের মেয়র হওয়ার জন্য এই দুইজনসহ মোট ৬ প্রার্থী রোববার চূড়ান্ত ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।

নির্বাচন সামনে রেখে নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চার কোম্পানি সেনা মোতায়েনের জন্য গত ১৬ অক্টোবর সশস্ত্রবাহিনী বিভাগকে চিঠি দেয় নির্বাচন কমিশন।

শুক্রবার সকাল আটটা থেকেই সেনা মোতায়েনের কথা থাকলেও বেলা ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকার কোথায় দায়িত্বরত কোনো সেনা সদস্যকে দেখা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচএ/জেকে/১২২৭ ঘ.