রাশিয়ার সঙ্গে ‘সহযোগিতা চুক্তি’ সই

বিডিনিউজ২৪
Published : 2 Nov 2011, 08:13 AM
Updated : 2 Nov 2011, 08:13 AM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে 'সহযোগিতা চুক্তি' সই করেছে বাংলাদেশ।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশন-রোসাটমের মহাপরিচালক সের্গেই কিরিয়েঙ্কো এই চুক্তিতে সই করেন।

পরে ইয়াফেস ওসমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে এক সংবাদ সম্মেলনে জানান, এই চুক্তির আওয়তায় রাশিয়ার সহযোগিতায় রূপপুরে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এতে ১ হাজার মেগাওয়াটের দুটি ইউনিট থাকবে।

গত ফেব্র"য়ারি মাসে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক ও একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়।

বর্তমানে বিশ্বে বিভিন্ন আকারের ৪৪৯টি পরমাণু বিদ্যুকেন্দ্র চালু আছে। নির্মাণাধীন আছে আরও প্রায় ৩০টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউএম/জেকে/১৩০১ ঘ.