ফেনীতে বাস খাদে, ঢাবি ছাত্রীসহ নিহত ৪

বিডিনিউজ২৪
Published : 12 Nov 2011, 07:10 AM
Updated : 12 Nov 2011, 07:10 AM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৪ জন।

ফেনী মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাদিয়া সুলতানা (২৪), খলিলুর রহমান (৫০), দেলোয়ার হোসেন (২৮) ও সোহেল রানা (২৪)। এদের মধ্যে নাদিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাজির হোসেনের মেয়ে।

ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেন্টমার্টিন পরিবহনের বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। ভোর ৪টার দিকে ফতেহপুর এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে জুয়েল, আব্দুল করিম, সোহরাব হোসেন, আনোয়ার জাহান ও মো. আবসারকে ফেনী সদর হাসপাতাল এবং স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, বাসটির অধিকাংশ যাত্রী কক্সবাজারে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরছিলেন। নিহত চারজন ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ফেনী থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি নাজিম উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৫৩ ঘ.