করের আওতায় আসছেন মন্ত্রীরা

বিডিনিউজ২৪
Published : 17 Nov 2011, 09:39 AM
Updated : 17 Nov 2011, 09:39 AM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের বেতনের ওপর করের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এটি সংসদে পাস হলেই মন্ত্রী-প্রতিমন্ত্রী সবাইকে কর দিতে হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদিত হয়।

গত বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন করের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এ পদক্ষেপের মধ্য দিয়ে তা-ই বাস্তবায়নের পথে এগোচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "আজকের বৈঠকে 'দি প্রাইম মিনিস্টার (রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) আ্যাক্ট-১৯৭৫ এবং দি মিনিস্টারস, মিনিস্টারস অফ স্টেট, ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) অ্যাক্ট-১৯৭৩ এর সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়েছে।"

কর্মকর্তারা জানান, মন্ত্রিসভায় অনুমোদিত এ প্রস্তাব এখন সংসদে যাবে। এরপরই তা চূড়ান্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫১৪ ঘ.