স্বাস্থ্যবিধি মানতে সচেতন করুন: প্রধানমন্ত্রী

বিডিনিউজ২৪
Published : 25 Nov 2011, 01:31 PM
Updated : 25 Nov 2011, 01:31 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে চিকিৎসকদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সোনারগাঁও হোটেলে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী মনে করেন, স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে হৃদরোগের মতো রোগ এড়িয়ে চলা সম্ভব। আর এর ফলে চিকিৎসার জন্য সরকারের ওপর ব্যয়ের চাপও কমবে।

হৃদরোগের চিকিৎসায় ব্যয় কমানোর পাশাপাশি রোগ নিরূপণ নির্ভুল করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও জোর দেন শেখ হাসিনা।

হৃদরোগ বিষয়ক চতুর্থ সম্মেলন এবং দ্বিতীয় ঢাকা লাইভ ২০১১ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল শীর্ষক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি অনুষ্ঠান সোনারগাঁও হোটেলে আসার সঙ্গে সঙ্গে ল্যাবএইড হাসপাতালে থেকে এক দল বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতেও ওই চিকিৎসকরা শেখ হাসিনাকে স্বাগত জানান।

বিদেশি চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আপনাদের মাধ্যমে আমাদের চিকিৎসকরাও উপকৃত হবে। তারা অনেক কিছু জানতে পারবে। পারস্পরিক এই সহযোগিতায় উপকৃত হবে রোগীরাও।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৮৪৭ ঘ.