সিলেটে পাহাড় কাটায় নিষেধাজ্ঞা

বিডিনিউজ২৪
Published : 27 Nov 2011, 08:10 AM
Updated : 27 Nov 2011, 08:10 AM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি কর্পোরেশনসহ ছয় উপজেলায় আগামী ছয় মাস পাহাড় ও টিলা কাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এক রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

উপজেলাগুলো হলো- সিলেট সদর, গোয়াইন ঘাট, বিয়ানিবাজার, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোলাপগঞ্জ।

এসব এলাকায় পাহাড় কাটা কেন এখতিয়ার বর্হির্ভূত ও জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না এবং পাহাড়ের পাদদেশে বসবাসরত দুস্থদের পুনর্বাসনের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে দুটি রুলও জারি করেছে আদালত।

পরিবেশ, ভূমি ও গৃহায়ন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট বিভাগীয় কমিশনার ও সিলেটে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালকসহ ১৫ জনকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

চলতি বছরের ফেব্র"য়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন পত্রিকায় পাহাড় কাটা নিয়ে প্রকাশিত খবরের ভিত্তিতে সকালে এই রিট আবেদন করে বেলা।

শুনানিতে বেলার পক্ষে অংশ নেন ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩৫৬ ঘ.