ডিসিসি ভাগের বিরুদ্ধে খোকার রিট আবেদন

বিডিনিউজ২৪
Published : 30 Nov 2011, 08:26 AM
Updated : 30 Nov 2011, 08:26 AM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের বিধিবিধান অনুসরণ না করেই ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা হয়েছে দাবি করে তা বাতিলের আদেশ চেয়ে হাইকোর্টে গেছেন বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা।

বুধবার দুপুরে বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে বিএনপি নেতা খোকা আবেদনটি করেন। বিকাল ৪টায় এর ওপর শুনানি হবে।

আদালতে খোকার পক্ষে শুনানি করবেন ড. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে থাকবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রিট আবেদনের পর খোকা সাংবাদিকদের বলেন, সংবিধানের বিধিবিধান অনুসরণ না করেই ঢাকাকে ভাগ করার জন্য মঙ্গলবার বিলটি পাস করা হয়।

"সংবিধান অনুসারে ঢাকা বাংলাদেশের রাজধানী। এভাবে ভাগ করার কোনো যৌক্তিকতা ছিলো না। এর প্রতিকার চাইতে আদালতে এসেছি।"

প্রধান বিরোধী দলের প্রবল আপত্তির মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়।

সংশোধিত আইন অনুযায়ী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে আলাদা দুটি সিটি কর্পোরেশন হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া হবে দুই কর্পোরশনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৪২৫ ঘ.