যুদ্ধাপরাধ বিচার বানচালে হরতাল: আশরাফ

বিডিনিউজ২৪
Published : 4 Dec 2011, 03:04 PM
Updated : 4 Dec 2011, 03:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করতেই বিএনপি হরতাল দিয়েছে।

রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বিএনপি যুদ্ধাপরাধীদের মূল দল। জামায়াত তার সহশক্তি।"

"বিএনপি যত আন্দোলন- হরতাল করেছে তার লক্ষ্য একটিই- যুদ্ধাপরাধের বিচার নস্যাৎ করা। গতকালই তারা প্রকাশ্যে ঘোষণা করেছে, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হতে দেবে না। অভিযুক্তদের মুক্তি দাবি করছে দলটি।"

সৈয়দ আশরাফ বলেন, ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ভাগের সঙ্গে এ হরতালের কোনো সম্পর্ক নেই।

ডিসিসিকে দুই ভাগ করার প্রতিবাদে রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। ডিসিসি ভাগের বিল সংসদে পাস হয় গত ২৯ নভেম্বর।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক আশরাফ বলেন, বিএনপি যতো চেষ্টাই করুক তাতে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে না।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, "এখন আর রাখঢাক নেই। এতোদিন পর ঘোমটা থেকে বেরিয়ে এসেছে- শাড়ির আঁচলের নিচে থাকা যুদ্ধাপরাধীরা। খালেদা জিয়ার শাড়ির নিচে লুকিয়ে থাকলে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে না।"

আশরাফ বলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বন্ধ করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এজন্য মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বাড়ি ও দুর্নীতিবাজ দুই ছেলেকে রক্ষা করতে আন্দোলন করছেন বলেও মন্তব্য করেন আশরাফ।

শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/২০৪৬ ঘ.