যোগাযোগহীন আবুল, দায়িত্বে কাদের

বিডিনিউজ২৪
Published : 4 Dec 2011, 04:40 PM
Updated : 4 Dec 2011, 04:40 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মন্ত্রী ওবায়দুল কাদেরকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সপ্তাহব্যাপী গুঞ্জনের আপাত অবসান ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ বিভাগের কয়েকটি সূত্র জানিয়েছে, রোববার বহুল আলোচিত মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়।

শপথ নেওয়ার ছয় দিনের মাথায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি।

গত ২৯ নভেম্বর তৃতীয় দফায় স¤প্রসারিত হয় ক্ষমতাসীন মহাজোটের মন্ত্রিসভা।

নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, গঠন করেন ৩২ সদস্যের মন্ত্রিসভা। এর ১৮ দিন পর মন্ত্রিসভায় আরো ছয় জন যোগ হন। ওই বছর ৩১ জুলাই দ্বিতীয় দফা স¤প্রসারণে নতুন একজন মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রী শপথ নেন।

বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৫ জন- এদের ২৮ জন মন্ত্রী এবং ১৭ জন প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউএম/জিএনএ/২১১৪ ঘ.