যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করবেন না: প্রধানমন্ত্রী

বিডিনিউজ২৪
Published : 14 Dec 2011, 12:40 PM
Updated : 14 Dec 2011, 12:40 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান না নিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এক সভায় তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, "যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করবেন না। তাদের সহযোগিতা করার জন্য একদিন দেশের জনগণ আপনারও বিচার চাইতে পারে।"

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার মুক্তি দাবিতে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে জবাবেই আওয়ামী লীগ প্রধান হাসিনা একথা বললেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৩৫ ঘ.