উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল মারা গেছেন

বিডিনিউজ২৪
Published : 19 Dec 2011, 05:10 AM
Updated : 19 Dec 2011, 05:10 AM

সিউল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ইল মারা গেছেন, যুক্তরাষ্ট্রের বিরোধিতা এবং ঘরে-বাইরে নানামুখী প্রচারের কারণে এই একুশ শতকেও যিনি পরিণত হয়েছিলেন এক 'রহস্যময় ও বিচ্ছিন্ন' রাষ্ট্রনায়কে।

সোমবার দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনের খবরে জানানো হয়, গত শনিবার তিনি এক ট্রেন সফরের সময় মারা যান ইল। ৬৯ বছর বয়সী এই নেতা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।

কালো পোশাক পরিহিত উপস্থাপক অশ্র"সজল চোখে জানায়, 'দেশকে নেতৃত্ব দিতে' মাত্রাতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ নেওয়ার কারণেই মৃত্যু হয়েছে কিম জং ইলের।

এর আগে ২০০৮ সালে একবার স্ট্রোক হয়েছিল এই সমাজতান্ত্রিক নেতার, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দৃষ্টিতে যিনি ছিলেন একজন স্বৈরশাসক।

ওই সময় থেকেই ইল তার তৃতীয় ছেলে কিম জং উনের হাতে ধীরে ধীরে ক্ষমতা ছাড়তে শুরু করেন বলে ধারণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯২৮ ঘ.