খনি দুর্নীতি মামলায় খালেদার স্থায়ী জামিন

বিডিনিউজ২৪
Published : 15 Jan 2012, 10:08 AM
Updated : 15 Jan 2012, 10:08 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন।

২০০৮ সালের ২৮ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চ খালেদা জিয়াকে ওই মামলায় অন্তবর্তীকালীন জামিন দেয়। একইসঙ্গে এই মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, সে বিষয়ে রুল জারি করে।

খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসাংবাদিকদের বলেন, "পরে ওই মামলায় ছয় বার তার জামিনের মেয়াদ বাড়ানো হয়। আজ রুলের শুনানি শেষে আদালত তাকে স্থায়ী জামিন দেয়।"

২০০৮ সালের ২৬ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। অভিযোগপত্র দেওয়া হয় একই বছরের ৫ অক্টোবর।

শাহবাগ থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাহবুব উদ্দিন খোকন জানান, খালেদা জিয়ার আবেদনে মামলাটির কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৪৩ ঘ.