‘হাকিমুল্লাহ মেহসুদ নিহত’

বিডিনিউজ২৪
Published : 16 Jan 2012, 04:57 AM
Updated : 16 Jan 2012, 04:57 AM

পেশোয়ার, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় পাকিস্তানি তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।

তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান কর্তৃপক্ষ।

পাকিস্তানের চার গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মেহসুদের নিহত হওয়ার বিষয়টি রেডিওতে তালেবান যোদ্ধাদের কথোপকথন শুনে নিশ্চিত হয়েছেন তারা।

এই গোয়েন্দাদের দাবি, ১২ জানুয়ারি আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্যাঞ্চলে হাকিমুল্লাহ মেহসুদের গাড়িবহরে ড্রোন হামলা হয়। আর তাতেই নিহত হন এই তালেবান নেতা।

বেশ কয়েকজন জঙ্গি সদস্য মেহসুদের নিহত হওয়ার খবরটি সমর্থন করলেও মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

পাকিস্তানি তালেবান মুখপাত্র আসিমুল্লাহ মেহসুদ গোয়েন্দাদের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, যেখানে ড্রোন হামলা হয়েছে বলে তারা জানিয়েছেন, সেদিন হাকিমুল্লাহ মেহসুদ সেখানে ছিলেন না।

২০১০ সালের প্রথম দিকেও পাকিস্তান ও মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন।

কিন্তু পরে হাকিমুল্লাহ মেহসুদের নতুন একটি ভিডিওচিত্র প্রকাশ পাওয়ায় তাদের ধারণা ভুল প্রমাণিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯২৫ ঘ.