পদত্যগ করলেন জাবি প্রক্টর আরজু মিয়া

বিডিনিউজ২৪
Published : 16 Jan 2012, 07:00 AM
Updated : 16 Jan 2012, 07:00 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া।

সোমবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনে তিনি সাংবাদিকদের বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে আমি পদত্যাগ করেছি।"

গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়েরকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের একদল কর্মী, যারা ক্যাম্পাসে উপাচার্যের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিতি। পরদিন হাসপাতালে মারা যান জুবায়ের।

এরপর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে চার দফা দাবিতে শিক্ষার্থীরা এবং আট দফা দবিতে শিক্ষকরা আন্দোলন শুরু করেন। রসায়ন বিভাগের অধ্যাপক আরজু মিয়াসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ ছিল তাদের অন্যতম দাবি।

জুবায়ের হত্যায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তিন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১২৫০ ঘ.