‘২ কোটি মানুষের শহরে ছিনতাই হতেই পারে’

বিডিনিউজ২৪
Published : 1 Dec 2014, 05:53 PM
Updated : 16 Feb 2011, 04:07 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা নগরীতে ছিনতাইয়ের ঘটনাগুলোর জন্য রাজধানীর জনাধিক্যকেই দায়ী করেছেন ডিএমপি কমিশনার। ছিনতাই ঠেকাতে পুলিশ সক্রিয় বলে জানিয়েছেন তিনি।

ঢাকায় ছিনতাইকারীর হামলায় দুজনের মৃত্যুর পর ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সাংবাদিকদের বলেছেন, "দুই কোটি মানুষের শহরে ছিনতাই হতেই পারে।"

বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের একদিন আগে যাত্রাবাড়ী এবং গেণ্ডারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন নিহত হয়।

এছাড়া চট্টগ্রামে আহত হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী এনজিও কর্মকর্তা।

দুটি নগরীতে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্যেই ছিনতাইয়ের এ ঘটনাগুলো ঘটলো।

ছিনতাই ঠেকাতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএসপি) কমিশনার বেনজির বলেন, "আতঙ্কের কারণ নেই। ছিনতাই প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে।"

বুধবার গুলশানের দি গ্যালারি মিলনায়তনে মটর সাইকেল চালকদের সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপনী সংস্থা 'কোজিটো মার্কেটিং সলিউশনস্' তাদের 'থিংক' কার্যক্রমের আওতায় "হেলমেট" শিরোনামে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেনজির জানান, প্রতি বছর সাত হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর মধ্যে মটর সাইকেল দুর্ঘটনায় মারা যায় চার হাজার।

তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, "দয়া করে হেলমেট ব্যবহার করুন।"

কোজিটো মার্কেটিং সলিউশনস্-এর ব্যবস্থাপনা পরিচালক রাজীব হাসান চৌধুরী জানান, ১৬ ফেব্র"য়ারি সকাল ১০টা থেকে ১৮ ফেব্র"য়ারি রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

প্রদর্শনীতে মটর সাইকেল চালকদের সচেতন করতে বিভিন্ন স্লোগান সম্বলিত অর্ধশতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরীসহ কোজিটোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৭০৫ ঘ.