অপেক্ষার পালা শেষ

বিডিনিউজ২৪
Published : 1 Feb 2015, 05:16 AM
Updated : 17 Feb 2011, 11:40 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) – অপেক্ষার পালা শেষ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হয় ৫০ মিনিটের প্রথম পর্ব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিরা স্টেডিয়ামে প্রবেশের পর
মূল পর্বের অনুষ্ঠান শুরুর কথা বিকেল ৫টা ৪৫ মিনিটে।

স্টেডিয়ামে ঢুকতে দুপুর ১ টায় লোকজনের লাইনে দাঁড়ানো শুরু হয়। দুপুর ২টায় গেট খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় সারি বেঁধে ঢোকা। অনুষ্ঠান শুরুর পরও বেশ কিছু লোককে ঢুকতে দেখা যায়। এক পর্যায়ে লাইন সচিবালয় পর্যন্ত পৌঁছেছিল।

ক্রিকেটপ্রেমীদের কলরবে সকাল থেকেই স্টেডিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে রয়েছে। বাজছে ভুভুজেলাও। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে।

এই প্রথম এত বড় আয়োজনের সঙ্গী বাংলাদেশ। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও হবে দু'টি খেলা। ভারত ও শ্রীলঙ্কাতেও হবে বিশ্বকাপের খেলা।

ফটকগুলোতে বিক্রেতারা বাংলাদেশের লাল-সবুজ পতাকা বিক্রি করেন ২০ থেকে ১০০ টাকা দরে। আবার কেউ কেউ মুখে পতাকার ছাপ এঁকে নেন।

বিভিন্ন আকৃতির বাঁশি (ভুভুজেলা) বিক্রি হয় ৩০ থেকে ৭০ টাকায়। পরে তার দাম বেড়ে দাঁড়ায় ২ শ' টাকায়।

খেলা মাঠে গড়াবে ১৯ ফেব্রুয়ারি। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় বাংলাদেশ লড়বে ভারতের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএইচএ/এমআই/টিআর/১৭২৬ ঘ.