পুলিশ মামলা ধামাচাপা দেবে না: মন্ত্রী

বিডিনিউজ২৪
Published : 18 Feb 2012, 08:16 AM
Updated : 18 Feb 2012, 08:16 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোদ প্রধানমন্ত্রী সাংবাদিক দম্পতি হত্যা মামলার বিষয়টি তদারকি করছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পুলিশ এ মামলা 'ধামাচাপা' দেবে- এমন আশঙ্কা অমূলক।

শনিবার গেন্ডারিয়ায় পুলিশের মিলব্যারাক আউটরেঞ্জ শ্যুটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমি মামলাটি মনিটরিং করছি। কারো চাপ বা প্রভাবে এ মামলা ধামাচাপা দেওয়ার প্রশ্নই আসে না।"

গত ১১ ফেব্র"য়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ থাকলেও পুলিশ তা পারেনি। আঙুলের ছাপের প্রতিবেদনে পুলিশ বলেছে, তারা যে আলামত পেয়েছে তা অস্পষ্ট। ফলে এ পর্যন্ত তদন্তে তেমন কোনো অগ্রগতির তথ্যও পুলিশ দিতে পারেনি।

তদন্তে এতো সময় লাগছে কেন- এমন প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, "যারা বিষয়টি তদন্ত করছেন, তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। তবে একটি বিষয় তদন্ত করতে গেলে অনেক ডালপালা বের হয়। এ কারণেই সময় লাগছে।"

এদিকে হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার না করায় কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একটি মহল এ মামলা ধামাচাপা দেওয়ার জন্য উপর মহলে চেষ্টা করছে।

দোষীদের আড়াল করতে প্রভাবশালী কারো চাপ আছে কি না- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর চেয়ে প্রভাবশালী আর কে আছেন? তিনি নিজেই মামলার বিষয়টি তদারকি করছেন, নির্দেশনা দিচ্ছেন।"

কারো কোনো প্রভাব বা চাপে দোষীদের আড়াল করা সম্ভব হবে না বলেও উল্লেখ করেন সাহারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২৩০ ঘ.