বিশ্বকাপ: ২৫ জুয়াড়ীর বিষয়ে সতর্ক সরকার

বিডিনিউজ২৪
Published : 23 Feb 2011, 09:30 AM
Updated : 23 Feb 2011, 09:30 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ২৫ ক্রিকেট বাজিকরের বিষয়ে সতর্ক সরকার। তারা যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সে জন্যও নজরদারি রয়েছে বিমানন্দরগুলোতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ২৫ জন বাজিকরের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বিসিবি ২৫ জনের পাসপোর্ট নম্বর ও ছবি পাঠিয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, "বাজিকরদের একটি তালিকা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি দিয়েছে বিসিবিকে। তা বিসিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।"

স¤প্রতি ক্রিকেটের সঙ্গে বাজিকরদের একটি সম্পর্ক তৈরি হয়েছে, যাতে জড়িয়ে পড়েছেন ক্রিকেটরারাও। জুয়ায় জড়িত থাকায় বিশ্বকাপের ঠিক আগেই পাকিস্তানের তিন জন খেলোয়াড়কে নিষিদ্ধ করে আইসিসি।

যুগ্মসচিব কামাল জানান, বাজিকররা যেন বাংলাদেশে না ঢুকতে পারে সে জন্য সতর্কতা রয়েছে।

বাজিকররা যেন কোনো ক্রিকেট দলের অধিনায়ক বা অন্য কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারে কিংবা কোনো দল সম্পর্কে আগাম কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে না পারে, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫২৫ ঘ.