শ্যামপুরে গুলিতে আ.লীগ নেতাসহ দুই জন নিহত

বিডিনিউজ২৪
Published : 4 Feb 2016, 12:34 PM
Updated : 23 Feb 2011, 11:26 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ (৫৫) ও তার গাড়ির চালক হারুনুর রশিদ (৪৫) আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৩টার দিকে কদমতলী থানার কমিশনার রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সাংসদ সানজিদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়ের বিয়ে উপলক্ষে মোহাম্মদ উল্লাহ গাড়ি নিয়ে দাওয়াত দিতে কমিশনার রোডে গিয়েছিলেন। এ সময় তার গাড়ির সামনে থেকে সন্ত্রাসীরা গুলি চালালে ঘটনাস্থলেই চালক মারা যায়।

গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান মোহাম্মদ উল্লাহও মারা গেছেন।

কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা গুলিতে দুই জনের নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"

সাংসদ সানজিদা খাতুন জানান, মোহাম্মদ উল্লাহ আগামী সিটি করপোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জেকে/১৬৩৮ ঘ.